মুন্সীগঞ্জের ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের সাফল্য: ১০৪ টি উপজেলার মধ্যে টঙ্গীবাড়ি উপজেলা দ্বিতীয়
রুবেল মাদবর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিদধ Channel 4TV :
জাইকার সহায়তায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অবহিতকরন প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিয়াম অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলা ৭৪ নাম্বার পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে।বাংলাদেশের ১০৪ টি উপজেলাকে প্রাথমিকভাবে এই প্রকল্পের জন্য নির্বাচিত করা হয়েছে। এই নির্বাচনের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে উপজেলা পরিষদের কার্যক্রম ২০ টি সূচীতে১০০ নম্বরের নিরিক্ষা হয়। ৮২ নাম্বার পেয়ে কুষ্টিয়ার মিরপুর বাংলাদেশে প্রথম হয়েছে।এই প্রকল্পের অধীনে টংগিবাড়ীর উন্নয়নে আড়াই কোটি টাকা পাওয়া যাবে। টংগিবাড়ীবাসীর এই সাফল্যে অভিনন্দন জানান জেলার বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ। এই সফলতা তার। টঙ্গীবাড়ি উপজেলার সুনাম বয়ে নিয়ে এসেছেন তিনি। এই খবর শুনে অনেকেই উপজেলা চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছে। ফেইসবুকেও দেখা গেছে অনেককেঅভিনন্দন জানাতে।ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ চেয়ারম্যানের এই সাফল্য লাভ করার জন্য আব্দুল্লাপুর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে, আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয়েছে। অভিনন্দন জানিয়ে আরো আশাকরেন সমগ্র টংগীবাড়ি উপজেলাবাসিকে সংগে নিয়ে ভবিষ্যতে টংগীবাড়ি উপজেলাকে একটি উন্নয়নের মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবেন ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ এই আশা করেন উপজেলাবাসী