দশমিনায় স্কুল ছাত্র হত্যা মামলায় আত্মহত্যার চার্জশিট দেয়ার অভিযোগ উঠেছে
বিশেষ প্রতিবেদক,মু.নজরুল ইসলাম Channel 4TV :
পটুয়াখালীর দশমিনায় হত্যা মামলায় আত্মহত্যার চার্জশিট দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী ক্ষিতিশ চন্দ্র মজুমদার বলেন, তার নাবালক ছেলে বাউফল কালাইয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণি পড়ুয়া লিটন চন্দ্র মজুমদার ও অনিল মাঝির মেয়ে অনিমা রানীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ঘটনার জেরধরে তমাল মন্ডল, আসীম মাঝি, আশিষ মাঝি, অনিল মাঝি ৩/৪ অজ্ঞাত সন্ত্রাসী গভীর রাতে লিটনকে মেরে ঝুলিয়ে রাখে। এ নিয়ে দৈনিক টেকনাফ নিউজে "দশমিনায় স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু" শীরোনামে জুলাই, ২১/২০১৬ইংং তারিখেে এ সংবাদ ছাপা হয়। লিটনের বাম পায়ের উরুতে রক্তাক্ত ফাঁটা দাগসহ ধস্তাধস্তির চিহ্ন সুরতহালে উঠে আসে। সুরাতহাল করেন এসআই মোহাম্মাদ আব্দুল উহাব সরকার অপমৃত মামলা নং- ০৮/১৬, তারিখ- ২১/০৭/২০১৬। মৃতের বাবা ক্ষিতিশ চন্দ্র মজুমদার বাদি হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তমাল মন্ডলকে ১নং আসামী করে নামীয় ৫ জনসহ মোট ৯ জনের বিরুদ্ধে ফৌ.কা.বি. ১৫৬(৩) ধারায় সিআর ২৪৮/১৬ নং মামলা দায়ের করেন। কিন্তু মামলার আইও এসআই মোহাম্মাদ আব্দুল উহাব সরকার ও মেডিকেল রিপোর্ট পেষকারী পটুয়াখালী জেনারেল হাসপাতালের ডাঃ মানষ দাস প্রতিপক্ষের অর্থে প্রভাবিত হয়ে অভিযোগ পত্রে অপমৃতর আলামত তথ্য দাখিল করেছে বলেও ক্ষিতিশ চন্দ্র মজুমদার দাবী করে