বিএনপি হাত তুললেই মনে করে রাইফেল তুলছে ফজলুল হক মিলন
মুন্সীগঞ্জ প্রতিনিধি Channel 4TV :মুন্সীগঞ্জ জেলা বিএনপির প্রতিনিধি সভায় বিএনপি ঐক্যবদ্ধ করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরের মুন্সীগঞ্জ শহরের দর্পনা কমিউনিটি সেন্টারে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সদ্য কারামুক্ত জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী আবুদল হাইয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা। জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রতনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, যুব-বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা বলেন, আমাদের সামনে প্রতিকুলতা আসবে। নির্বাচন ঘনিয়ে এলে প্রতিকুলতা তখন আরও বেশি প্রতিকুলতা আসবে। জেলা বিএনপির নতুন কমিটিকে আশ্বস্ত করে সিনহা বলেন, তার নির্বাচনী এলাকা থেকে কোন রকম বাঁধা-বিপত্তি হবে না।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বলেন, আইয়ুব খানের প্রেতাত্মা হলো শেখ হাসিনা। আওয়ামী লীগের রাজনীতি হলো পাকিস্থানি রাজনীতি। রাজাকারের দল আওয়ামী লীগের দল। মুক্তিযুদ্ধের দল হচ্ছে শহীদ জিয়ার দল। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে খালেদা জিয়ার দল। বিএনপি হাত তুললেই মনে করে রাইফেল তুলছে, স্লোগান দিলে মনে করে কামান দেখাচ্ছে। মানুষের হাত রাইফেলও না, কামানও না। তবে, তাদের হাত অনেক শক্তিশালী।