বাস চাপায় জাবি শিক্ষার্থী নিহত
আব্দুস সাত্তার, সাভার Channel 4TV : রাস্তা পারাপারের সময় বাস চাপায় সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাজমুল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক শিক্ষার্থী।
শুক্রবার ভোর পাঁচ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সিএনবি এলাকায় রাস্তা পারাপারের সময় এই র্দুঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম নাজমুল হাসান রানা সে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী ও আলবেরুনী হলের আবাসিক শিক্ষার্থী। নিহত ওই শিক্ষার্থী পাবনা জেলার সদর থানার নুরপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
সাভার মডেল থানার এস আই অপুর্ব দাস জানায়, ভোর পাঁচ টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজী বিভাগের শিক্ষার্থী আরাফাত সাভারের কলমায় মার্কাস মসজিদ থেকে নামাজ পড়ে ক্যাম্পাসে ফিরছিলেন। এসময় রাস্তা পারাপারের সময় ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সিএনবি এলাকায় পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী নাজমুল হাসান রানাকে মৃত ঘোষনা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় আরেক শিক্ষার্থী আরাফাতের চিকিৎসা চলছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে।