গুলিতে ৮ জন নিহত যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শান্তিরক্ষার কাজে নিয়োজিত একজন শেরিফ ডেপুটিও রয়েছেন। লিংকন কাউন্টির পৃথক তিনটি স্থানে এই গুলির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কোরি গুডবোল্ড নামে সন্দেহভাজন একজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো ঘটনার কারণ জানাতে পারেনি।
স্থানীয় সংবাদপত্র দি ক্লারিয়ন রেজার জানায়, পুলিশ যখন ওই সন্দেহভাজনকে আটক করে তখন সে ‘দুঃখিত’ এবং ‘সে বেঁচে থাকার জন্য উপযুক্ত না’ বলে জানায়। সে আরো জানায়, ঘটনার সনময় সে তার পরিবারের সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই একজন পুলিশে খবর দেয়।
এছাড়া ১৬ বছর বয়সী একজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, যাকে আটক ওই সন্দেহভাজন জিম্মি করেছিল বলে অন্য একটি সংবাদপত্র জানিয়েছে। মিসিসিপির গভর্নর ফিল ব্রায়ান্টঘ টনাটিকে ‘নিরর্থক ট্রাজেডি’ বলে আখ্যায়িত করেছে।