গলাচিপায় ডিগ্রি পরীক্ষায় ২৭জন পরিক্ষর্থী অনুপস্তিত
বিশেষ প্রতিবেদক,মু.নজরুল ইসলাম Channel 4TV :
গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ডিগ্রি(পাস) সমাজকর্ম ১ম পত্র(কোড-১১২১০১) বিষয়ের পরীক্ষায় ২৭জন অনুপস্থিত রয়েছে বলে কলেজ সূত্রে জানা গেছে। জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রবিবারের পরীক্ষায় রমজানের কারণে সকাল ৯টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। সমাজকর্ম ১ম পত্র(কোড-১১২১০১) ও পদার্থবিজ্ঞান ১ম পত্র (কোড-১১২৭০১) বিষয়ের ৩৮২ জনের স্থলে ৩৫৫জন পরীক্ষায় অংশ গ্রহন করে। বাকি ২৭জন অনুপস্থিত থাকে। এর মধ্যে ছাত্র ১৩জন ও ছাত্রী ১৪জন। পরীক্ষার শুরু থেকেই ১০-১২জন অনুপস্থিত থাকতো বলে জানা যায়।পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষা দেয়ার জন্য রাঙ্গাবালীর খাদিজা বেগম পরীক্ষা কেন্দ্রে আসে। তখন বেলা সোয়া ১টা। কিন্তু সমাজকর্ম ১ম পত্র(কোড-১১২১০১) পরীক্ষা শেষ হয়ে যায়। তিনি জানান, এর আগে তিনটি পরীক্ষা দিয়েছি বেলা দুইটায়। পরীক্ষার সময় সূচী ভালো ভাবে পর্যবেক্ষন করেনি তাই সমাজকর্ম পরীক্ষায় অংশ নিতে পারেনি। এটা অসচেতনার কারণেই ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের পরীক্ষা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ মো শাহজাহান মিয়া জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস)পরীক্ষার সময়সূচী বোর্ডে টানিয়ে দেয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা সময় সূচী অনুসরণ না করার কারণে এমন ঘটনা ঘটেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নিজস্ব ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় পরীক্ষার সময়সূচি প্রচার করলেও শিক্ষার্থীদের অবহেলা ও অচেতনতার কারণে তারা পরীক্ষা দিতে পারেনি।