খতমে কোরআন মাহফিল গাউছুল আজমের জ্বলন্ত কারামাত
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তাফা খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আন্হু’র ঈছালে ছাওয়াব, এ দরবারের মহিয়সী রমণী জামানার রাবেয়া বসরী রূহানী আম্মাজান (রহঃ) এর সালানা ওফাত শরীফ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল গতকাল ৩রা রমজান মঙ্গলবার দরবার শরীফে অনুষ্ঠিত হয়। মহা বিপদ সংকেত উপেক্ষা করে হাজার হাজার মুসলিম জনতা উপস্থিত হয় এ খতমে কোরআন মাহফিলে। ফজরের নামাজের পর হতে গাড়ী যোগে, পায়ে হেটে দলে দলে আসতে থাকে কোরআন প্রেমিক আলেম, হাফেজ, কোরআন পড়–য়া তরিক্বতপন্থী ও সাধারণ মুসলমানরা। প্রাকৃতিক দূর্যোগের মধ্যেও চলতে থাকে কোরআনের সুমধুর তেলাওয়াত, বুখারী শরীফের পাঠ এবং ছোট ছোট বাচ্চাদের মুখে মুখে লা-ইলাহা-ইল্লাল্লাহ’র জয়ধ্বনি। এ যেন শান্তি বর্ষণের এক জান্নাতি বাগান। গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র রওজা পাকে আদায়, পূর্ব ষোষিত তারিখ থেকে মহিলা, প্রবাসী, তরিক্বতপন্থী ও উপস্থিত মুসলিম জনতা সর্বমোট ২১৭৩৯টি খতমে কোরআন, ১টি খতমে বুখারী এবং ১৭৫৫টি খতমে তাহলীল আদায় করেন। যা বর্তমান বিশ্বে বিরল ইতিহাস সৃষ্টি করেছে। এমন দূর্যোগপূর্ণ পরিবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি এবং এতসংখ্যক খতমে কোরআন নিঃসন্দেহে গাউছুল আজমের গাউছিয়্যতের মহা প্রমাণ এবং তাঁর জ্বলন্ত কারামাত। খতমে কোরআন মাহফিলে বক্তব্য রাখেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফী, আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান প্রমুখ।
খতমে কোরআন মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি এবং দূর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে পরিত্রাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন আওলাদে রাসূল মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুল আলী ছাহেব।