বাংলাদেশের ভূপ্রকৃতি ফ্রান্স ও জার্মান দূতাবাস ভবনে
কংক্রিটের ঘেরাটোপে বাংলাদেশের নদ-নদী আর প্রকৃতির অনন্য উপস্থাপন। যার দেখা মিলবে, ঢাকার ফ্রান্স ও জার্মান দূতাবাস ভবনের বাগানে। ভাস্কর্যটির নাম, ডেল্টা বা বদ্বীপ। নির্মাতা, ফরাসী নাগরিক এলসা সাহাল। জানালেন, এদেশের ভূপ্রকৃতিকে ভালোবেসে তৈরি করেছেন এটি।
জলের মাঝে যেনো এক টুকরো বাংলাদেশ।
ভূখণ্ডের বুক চিরে বয়ে চলা অসংখ্য নদী, ফুটন্ত শাপলা, বঙ্গোপসাগরের প্রবাল আর স্পঞ্জ। ১৬ মিটার দৈর্ঘ্য আর ৩ মিটার প্রস্থের কংক্রিটের ঘেরাটোপে এভাবেই ফুটে উঠেছে লাল-সবুজের দেশ।
ভাস্কর্যটি তৈরি হয়েছে বাংলাদেশের ফ্রান্স ও জার্মান দূতাবাসের নবনির্মিত ভবনের বাগানে। যার নাম দেয়া হয়েছে ডেল্টা বা বদ্বীপ। উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমুনিয়াম আর সিরামিক।
এর ভাস্কর ফরাসি নাগরিক এলসা সাহাল। এজন্য অবশ্য তাকে যেতে হয়েছে প্রতিযোগিতার মধ্য দিয়ে। ফ্রান্স এবং জার্মানীর ৫ জন প্রতিযোগীর মধ্য থেকে জয়ী হয়েই এই ভাস্কর্য তৈরির সুযোগ পেয়েছেন।
আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগে এই ভাস্কর্যের মাঝের পানিতে ভাসবে সত্যিকারের শাপলা।