চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে গুগল ডুডল
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের বিশেষ আয়োজনে পিছিয়ে নেই টেক জায়ান্ট গুগল। চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে একটি বিশেষ অ্যানিমেটেড ডুডল তৈরি করেছে তারা। ইংরেজি নাম ‘ক্রিকেট’ বলে একটি ঝিঁঝিঁপোকাকেই মূল চরিত্র সাজিয়ে ছোট একটি অ্যানিমেটেড গেম তৈরি করা হয়েছে।
সেখানে ব্যাটসম্যান হচ্ছে দু’টো ঝিঁঝিঁপোকা। আর বোলার এবং ফিল্ডার হচ্ছে শামুক। ডুডলের প্রথম স্ক্রিনে ক্লিক করলে খেলার অপশন চলে আসবে। প্রথমবার ক্লিক করার পর বোলার বল করতে এগিয়ে আসবে। আর তখনই সুযোগ বুঝে স্ক্রিনের নিচে ক্রিকেট ব্যাটের ছবিযুক্ত বাটনে ক্লিক করে ব্যাট চালাতে হবে।
ব্যাটেবলে মিলে গেলেই রান নিতে ছুটবে দুই ঝিঁঝিঁপোকা। আর উল্টোপাল্টা হলে আউট!
আউট হওয়ার পর ডুডলটির নিচে সার্চের আইকন আসে। সেখানে ক্লিক করলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে বিভিন্ন তথ্য ও লিংকযুক্ত গুগল সার্চ পেজ পাওয়া যাবে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ইংল্যান্ডের ওভালে পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের। প্রথম আয়োজক বাংলাদেশের সঙ্গে এবারের আয়োজক ইংল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।