আমতলীতে জমিজমার জেরে প্রতিপক্ষের ৩য় শ্রেনীর এক স্কুল ছাত্রকে মেরে ফেলার অপচেষ্টা অতপর স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে কোর্টে মামলা দায়ের।
বিশেষ প্রতিবেদক,মু.নজরুল ইসলাম।
বরগুনার আমতলী উপজেলার সোনাখালী গ্রামে পারিবারিক জমিজমার দীর্ঘদিন মামলা চলায় জের ধরে প্রতিপক্ষ আঃ রব খার ছেলে হাফিজুর উঃ সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রকে নাইলনের রশিদ্বারা শ্বাসরোধ করে মেরে ফেলার অপচেষ্টার ঘটনা ঘটে।
ঘটনা ও মামলা সূত্রে জানাযায়, ৩য় শ্রেনীর স্কুল ছাত্রের বাবা আঃ রব খান এর একই বংশের লোক জনের সাথে জমিজমা নিয়া মামলা চালিয়ে আসছিল। ইতিপূর্বে কিছু জমির রায় পাইয়া ভোগ দখল ও করিতেছে। আরো কিছু জমির মামলা আদালতে বিচারাধীন আছে। এই জমিজমার বিরোধের জেরে আঃ রব খার ছেলে ৩য় শ্রেনীর ছাত্র হাফিজুর শুক্রবার দিন স্কুল ছুটি থাকার কারনে তাদের পুকুরের পশ্চিম পাড়ে ঘুড়তে গেলে আগেই ওৎপেতে থাকা কতিপক্ষরা হাফিজুরকে মেরে ফেলার উদ্দিশ্যে নাইলনের রশিদ্বারা শ্বাসরোধ করে হাফিজুরের গরৎ গরৎ শব্দ শুনে প্রতিবেশী ঘরের সেরাজ খার স্ত্রী ফুলভানু দৌড়াইয়া যায় এবং চিৎকার করে হাফিজুরের “মা” রাবেয়াকে ডাকদেন। হাফিজুরের মা ঘটনাস্থলে দৌড়াইয়া আসিলে প্রতিপক্ষরা রাবেয়াকে ও মারধর করে এবং তার সংগে থাকা গলার ও কানের অলংকার ছিনিয়া নেয়।
রাবেয়ার ডাকচিৎকারে বাড়ির লোকজন আসিয়া হাফিজুর ও তার মাকে উদ্ধার করেন। খবর শুনে হাফিজুরের বাবা আঃ বর খা বাড়ী এসে ছেলের অবস্থা খুব খারাপ হওয়ায় ছেলেকে স্থানীয় সাধারণ চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য মকপ্লেক্সে ভর্তি করেন। দীর্ঘ ৮ দিন চিকিৎসা শেষে হাফিজুরকে বাড়িতে নিয়া আসে। নুন আনতে পানতা ফুরায় সংসারের ছেলে হওয়ায় এলাকায় কোন ধরনের মিমাংসার কার্যক্রম না দেখায় ন্যায় বিচারের স্বার্থে আঃ রব খা বাদী হয়ে আমতলী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ইসমাইল খা, মোসাঃ খাদিজা বেগম, জয়নাল খা, নুরুলহক খাসহ, ৪ জনকে আসামী করে ২৫/০৪/২০১৭ ইং তারিখ একটি মামলা দায়ের করেন।
মহামান্য বিচারক মামলাটি আমলে নিয়ে ওসি আমতলীতে এজাহার নেওয়ার নির্দেশ দেন। বাদী মামলা করায় আসামীগনও তার সঙ্গপাঙ্গরা বাদীকে মামলা তুলে নেওয়া ও জীবন নাশের হুমকি এবং বাদীর নিকট আত্বীয়দের ক্ষতি করার একের পর এক হুমকি দিলে বাদী নিজেকে ও নিকট আত্বীয়দের সুরক্ষা রাখতে পুলিশ সুপার বরগুনা মহোদয়ের বরাবর ০২/০৫/২০১৭ ইং তারিখ নুরুলহক খা, মোসাঃ খাদিজা বেগম, মোঃ জয়নাল, মোঃ চানমিয়া খা, মোঃ মান্নান খাদেরকে বিবাদী করে একটি দরখাস্ত করেন। পুলিশ সুপার মহোদয় এ,এস,পি আমতলী মহোদয়কে বিষয়টি গুরুত্বের সংগে ব্যবস্থা নেওয়ার অনুরোধ মুলক সুপারিশ করেন। এবিষয় আসামী পক্ষের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।