৩ সন্ত্রাসীর উপর চালানো লন্ডনের পুলিশের গুলির সংখ্যা নজীরবিহীন
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হামলাকারী তিন সন্ত্রাসীকে লক্ষ্য করে ‘নজিরবিহীন’ সংখ্যক গুলি চালিয়েছে পুলিশ।
ব্রিটেনের শীর্ষস্থানীয় কাউন্টার-টেরোরিজম অফিসার মার্ক রওলির বরাতে সিএনএন জানায়, তিন হামলাকারীকে নিষ্ক্রিয় করতে আটজন পুলিশ অফিসার ৫০টি গুলি ছুড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারী তিনজন ছিল। ভ্যান পথচারীদের ওপর তুলে দিয়ে ওভাবেই সেটিকে তারা বরোহ মার্কেটের দিকে চালিয়ে নিতে থাকে।
এভাবে কিছুক্ষণ চালানোর পর হামলাকারীরা তিনজনই হাতে ছুরি নিয়ে লাফিয়ে গাড়ি থেকে নামে এবং আশপাশে থাকা লোকজনকে ছুরিকাঘাত করতে থাকে।
তখন লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার এমন কঠোর জবাব দেয় পুলিশ। এছাড়া হামলাকারীদের শরীরে সুইসাইড বেল্ট সাদৃশ্য কিছু দেখতে পাওয়ায় এভাবে তাদেরকে জবাব দিতে হয়। পরে অবশ্য দেখা যায় সুইসাইড বেল্টগুলো ছিল আসলে ভুয়া।
লন্ডন ব্রিজ ও বরোহ মার্কেটে স্থানীয় শনিবার রাতের এই হামলায় ৩ হামলাকারীসহ ১০ জন নিহত ও ৪৮ জন আহত হন।
এ ঘটনার পর জনগণের উদ্দেশে দেয়া এক ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এনাফ ইজ এনাফ’, শত্রু মোকাবেলার জন্য এখনই সময়।’