সচিবালয়ে, মেডিকেল ও ডেন্টালে ভর্তি সংক্রান্ত সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগের বছরে সরকারি কলেজে ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের ক্ষেত্রেও ৭ দশমিক ৭ নম্বর কাটা হবে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই এ নিয়ম চালু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া, আগামী বছর থেকে বিডিএসের কোর্স পাঁচ বছর মেয়াদি হবে বলে জানানো হয়।
৫ নম্বর কাটা মেডিকেলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায়
২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বারের মতো অংগ্রহণকারীদের প্রাপ্ত নম্বর থেকে পাঁচ নম্বর কাটা হবে। এই নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।