গলাচিপায় পরীক্ষা কেন্দ্রে বহিরাগত লোক ঢুকে শিক্ষকদের হুমকি।
বিশেষ প্রতিবেদক,মু.নজরুল ইসলাম গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা Channel 4TV :
গলাচিপা ডিগ্রি কলেজের অফিস সহকারী মোঃ লোকমান গাজী(৩৫) ডিগ্রি (পাস) পরীক্ষায় গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে কক্ষ নং ২০২ বিনা অনুমতিতে প্রবেশ করে অহেতুক ভাবে দায়িত্ব প্রাপ্ত শিক্ষকদের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে ও হুমকি প্রদর্শন করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি অবহিত করা হয়েছে।
জানা যায়, সোমবার ২০১৬ সালের ডিগ্রি (পাস) সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে হিসাব বিজ্ঞান ২য় পত্র (বিষয় কোড-১১২৫০৩)ও রসায়ন ২য় পত্র (বিষয় কোড-০১১২৮০৩) পরীক্ষা চলছিল। তখন ২০২ নং কক্ষে দায়িত্ব পালন করছিলেন প্রভাষক মো: হারুন অর রশিদ, প্রভাষক সোলায়মান মিয়া।পরীক্ষা চলাকালীন সময় গলাচিপা ডিগ্রি কলেজের অফিস সহকারী মো লোকমান গাজী বিনা অনুমতিতে প্রবেশ করলে প্রধান প্রত্যবেক্ষক প্রভাষক হারুন অর রশিদ তাকে কেন্দ্রের কর্তৃপক্ষ ব্যতিরেখে কেন কক্ষে প্রবেশ করে বললে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায় লোকমান গাজী প্রভাষক হারুন অর রশিদকে শিক্ষার্থীদের সামনে বসে অসৌজন্য মূলক আচরণ করে ও বাহিরে গেলে দেখিয়ে দিবে বলে হুমকি দেয় আর প্রভাষক হারুন অর রশিদ সাংবাদিক পেশায় জড়িত থাকায় সাংবাদিক সম্পর্কে খারাপ মন্তব্যও করে লোকমান। গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রদর্শক হিরন কুমার শীল জানান, চলতি পরীক্ষায় গত সপ্তাহে হলে দায়িত্বরত অবস্থায় অফিস সহকারী লোকমান বিনা অনুমতিতে প্রবেশ করে শিক্ষার্থীদের প্রশ্ন করে তোমাদের কোন সমস্যা আছে কিনা পরে প্রত্যবেক্ষকদের সাথে বাগবিতন্ডায় লিপ্ত হয়। এ ধরনের কাজ সে প্রায় করে থাকে। গলাচিপা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের বি কম এর ছাত্র ফেরদৌস চৌধুরী ও বিএসসির ছাত্র আল আমীন জানায়, অফিস সহকারী লোকমান পরীক্ষা চলাকালীন হলে বসে স্যারদের সাথে যে আচরন করেছে তা শুভনীয় নয়। কলেজে বসেও শিক্ষার্থীরে সাথে সে খারাপ আচরন করে।
এ ব্যাপারে পরীক্ষা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ মো: শাহজাহান মিয়া জানান, যে ঘটনাটি ঘটেছে তা ঠিক হয়নি তবে এ বিষয়টি দেখা দরকার।
গলাচিপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: ফোরকান কবির জানান, বিষয়টি শুনেছি অফিস সহকারী লোকমানকে মহিলা কলেজ কেন্দ্রে যাওয়ার অনুমতি দেইনি এবং অনুমতি ছাড়াই প্রবেশ করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, অভিযোগ পেলেই সাথে সাথেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।