”রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন” দক্ষিণ হালিশহরের বীর মুক্তিযোদ্ধা এইচ.এম.মুছা খানের ইন্তকোল..!
নগরীর ইপিজেড থানাধীন৩৯নং ওয়ার্ড দক্ষিণ হালিশহরের বাসিন্দা (সাবেক পতেঙ্গা) থানার মুক্তিযোদ্ধার ইউনিট কমান্ডার এইচ.এম.মুছা খান(৭০),পিতাঃ মরহুম আমির আহম্মদ। অদ্য ৮ জুন বৃহস্পতিবার ভোর রাতে চট্রগ্রাম মাও শিশু হাসপাতাল কলেজে বাদ্যক জনিত কারণে ইন্তেকাল করেন।
আজ বাদে যোহর বন্দরটিলাস্থ আলী শাহ কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে আলী শাহ পাড়া কবর স্থানে তাকেঁ দাফ করা হয়েছে। এসময় চট্রগ্রাম জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্জন চন্দ্র দে, পুলিশের গার্ড অব অনার টিমের প্রধান বিন্দু বড়–য়া চৌকষ পুলিশিং নিরাপত্তায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোঃ মোজাফ্ফর আহম্মদের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের কমান্ডার গন মুছা খান কে শ্রদ্ধা নিবেদন করেন। ইপিজেড আঃলীগ নেতা এম.এ তাহের,আবুল কালাম আবু,আব্দুস সোবহান,আব্দুল মালেক সুলতান,হাজী শফিউল আলম,পতেঙ্গার এডঃ জানে আলম ,এমরান গাজী,ফসিউল আলম ,বন্দরের কামরুল ইসলাম জতু,সাবের আহম্মদ ,৩৯নং ওযার্ড কাউন্সিলর প্রতিনিধি মোঃ লোকমান হাকিম মেম্বার, মুক্তিযোদ্ধা সন্তান কমিটির দোলোয়ার আমিন হারুন,মরহুমের বড় পুত্র গোলাম রহমান খান মুন্না ছোট পুত্র- মোস্তাফা নুর খান বাবু, আলী শাহ পাড়া সমাজ কল্যান কমিটির আজাদ হোসেন রাসেল,হালিশহর একাদশ ক্লাবের আহবায়ক সাংবাদিক বাবুল হোসেন বাবলা, মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি সংসদের সাঃ সম্পাদক-সাইফুল আমিন , মুক্তিযোদ্ধা প্রবীন সমিতির সিনিয়র সদস্য আবুল হাশেম আটিস্ট,মোঃ ইলিয়াছ, শৈসব বড়–য়া,নুরুন নবী,জাহেদ হোসেন,আলাউদ্দিন,জাকির হোসেন প্রমুখ।
এমপি আব্দুল লতিফের শোক প্রকাশ
মুক্তিযোদ্ধার ইউনিট কমান্ডার এইচ.এম.মুছা খান(৭০) এর মত্যুতে চট্রগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম,আবুদল লতিফ এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেন বলে তার একান্ত সহকারী মোঃ ইকবাল হোসেন সংবাদ বিজ্ঞপ্তীতে জানিয়েছেন। সকলেই মরহুম মুছা খানের বিদেহে আত্মার মাগফেরাত কামনা করেন।