লালমোহনে দিপ্তি উজ্জলের সংবাদে তপতীকে নিয়ে ভুল সংবাদ প্রকাশের অভিযোগ।
এম ইউ.মাহিম ভোলা জেলা প্রতিনিধি:দ্বীপ জেলা ভোলার লালমোহনের আলোচিত দিপ্তি উজ্জলের সংবাদে তপতী মজুমদারকে নিয়ে একটি ভুল সংবাদ প্রকাশের অভিযোগ মিলেছে। অভিযোগকারী তপতী মজুমদার প্রতিবেদককে জানান, কিছুদিনপূর্বে একটি অনলাইন পোর্টালে দিপ্তি উজ্জলের সংবাদে প্রকাশ করা হয় যে,উজ্জল কোর্ট ম্যরেজ করে তপতী রাণীকে বিয়ে করেন।যাহা সম্পুর্ন বানোয়াট, মিথ্যা বলে মনে করেন তপতী রাণী।তিনি বলেন এমন কোনো ঘটনা তাহার জীবনে ঘটেনি, এমন কোনো বিয়ের সুনির্দিস্ট প্রমান ও কারো কাছে নেই।কেউ এমন কোন প্রমান ও দেখাতে পারবেন না।তপতী রাণী অভিযোগ করে বলেন, উজ্জল আমার পরিচিত সম্পর্কে ফুপাত ভাই।আমার ফুপুর ননদের ছেলে।সংবাদে প্রকাশ হয়েছে ওর সাথে আমার বিয়ে হয়েছে।প্রেম ছিল, উজ্জলের বাবা টাকা দিয়ে বিয়ে ভেঙ্গে দিয়েছে।আসলে বলতে কি,আমি ভাল আছি,সুখে আছি,এসব মানুষের সহ্য হয়না।হিন্দু সমাজকে দায়ী করে তপতী রাণী বলেন হিন্দু সমাজের কিছু বড় পর্যায়ের লোক রয়েছেন যাহারা সবসময় একজন আরেকজনের পিছনে লেগে থাকেন।তাহাকে উজ্জল,দিপ্তীর প্রকাশিত সংবাদে ব্যবহার করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।আপনি এর প্রতিবাদ করেন নি কেন এমন প্রশ্নের জবাবে তপতী বলেন হিন্দু সমাজের অনেকে তাহাকে ভয় ভীতি দেখিয়েছিল বলে জানান।আমার পুর্বে এমন একটা বিয়ে হয়েছে এমন সংবাদ প্রকাশের পর আমার স্বামী আমাকে ছেড়ে তাহার বাড়ীতে চলে গেছে।আমার স্বামী এখন তাহার বাসায় থাকে আমি আমার বাসায় থাকি।রাস্তায় পথে কোথাও দেখা হলে সে চলে যায়, আমার সাথে কথা পর্যন্ত বলেনা।আমি নিজের আত্নসম্মানবোধের জন্য কাউকে বিচার দেইনি,কাউকে জানাইনি।কারো নিকট জানালে এ বিষয়টি বেশি জানাজানি হবে বিধায় নিজ সম্মান রক্ষার্থে আমি নিরব ছিলাম,কোন প্রতিবাদ করিনি।তপতী রাণী আক্ষেপ করে বলেন,আমার স্বামীর সাথে সুখের সংসারে কি প্রয়োজন ছিল এমন একটি সংবাদ প্রকাশ করে আমাদের উভয়ের সম্পর্ক নস্ট করার।ভবিষ্যতে বিরুপ পরিস্থিতির সম্মুখীন হলে তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।।