এতিমদের পুনর্বাসন সামাজিক ও ধর্মীয় অঙ্গীকার-হাসিনা মহিউদ্দিন
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম প্রতিনিদি)Channel 4TV : চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, দুস্থ, শিশু-কিশোর এবং অসহায় এতিমদের লালন-পালনের জন্য শুধু সরকারকে নয়; আমাদের সকলকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। আমরা ঘর থেকে বের হলেই এইসব অসহায় শিশু-কিশোর ও এতিমদের রাস্তা-ঘাটে, বাস ও রেলস্টেশনে দুমুটো অন্নের জন্য মানুষের কাছে হাত পাততে দেখি। তারপরও তারা অভুক্ত থেকে দিন কাটায় এবং সমাজের অন্ধকার গলির বাসিন্দা হয়ে অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত হয়ে পড়ে। তাই তাদেরকে যথার্থ পরিচর্যার মাধমে মানুষের মর্যাদা প্রদান করতে হবে।
শুক্রবার (৯ জুন) চশমা হিলস্থ বাসভবনে সমাজের দুস্থ ও গরীব শিশু-কিশোর, এতিমদের জন্য চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের দেওয়া ইফতার মাহফিলের অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের বাসা-বাড়িতে পরিচালক হিসেবে অসহায় শিশু, কিশোররা কাজ করে। আমরা কেউ কেউ তাদেরকে প্রয়োজনীয় ভাত-কাপড় দিই না। এমনি ঠুনকো অপরাধে তাদের উপর শারীরিক নির্যাতন চালানো হয়। এই অমানবিক কাজের জন্য দায়ী গৃহকত্রীদের কঠোর শাস্তি হওয়া উচিত।
তবে তিনি সন্তোষ প্রকাশ করেন যে অনেক বাড়ীতে শিশু-কিশোর পরিচালকদের লেখাপড়া শিখানো হয় এবং অনেক মেয়ে পরিচালিকাকেও বিয়ে দেয়া হয়। এটা শুভ প্রয়াস। তিনি বিত্তবান শ্রেণীর প্রতি গরীব, দুস্থ, এতিমদের পুনর্বাসনের জন্য কল্যাণমুখী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
্অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাথ, দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, ত্রাণ-সমাজ কল্যাণ সম্পাদক বিলকিছ কলিমুল্লাহ, ধর্ম সম্পাদক আয়েশা আলম প্রমুখ।