টেকনাফে চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭
কক্সবাজারের টেকনাফে চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে বাহারছড়ার জাহাজপুরা বাজারে এ ঘটনাটি ঘটেছে।
অগ্নিদগ্ধরা হলেন; হেদায়তুর রহমানের ছেলে সৈয়দ নুর (৩৫), আব্দুর শুক্কুরের ছেলে শাহাজাহান (২৩), তার ছোট ভাই জাফর আলম (১৮), লাল মিয়ার ছেলে নুরুল আলম (৬০), আব্দুল লতিফের ছেলে সৈয়দুল আলম (২৬), এরশাদুর রহমানের ছেলে হামিদুর রহমান (৩০) ও নজির আহমদের ছেলে আবু ছিদ্দিক (৩০)।
অগ্নিদগ্ধ ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হলেও তার মধ্যে সৈয়দ নুর, মো. শাহাজাহান, জাফর আলমের অবস্থা আশঙ্কাজনক। তাদের সকলের বাড়ি বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামে বলে নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন।
তিনি জানান, শুক্রবার বিকেলে জাহাজপুরা বাজারে একটি চায়ের দোকানের গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দোকানে বসে থাকা সাতজন লোক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহীন আব্দুর রহমান বলেন, অগ্নিদগ্ধ সাতজনের শরীরের বিভিন্ন অংশে ২০-৩৫ শতাংশ পুঁড়ে গেছে। তারমধ্যে তিনজন সৈয়দ নুর, মো. শাহাজাহান, জাফর আলমের ৩৫ শতাংশ পুড়েছে। অন্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশঙ্কাজনক ওই তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।