একইদিনে নির্বাচন করবে নির্বাচন কমিশন চার সিটি কর্পোরেশনে ইভিএম দিয়ে
দলীয় প্রতীকে একইদিনে চার সিটি কর্পোরেশনে নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। আর সিটি নির্বাচনে ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে। স্থানীয় এই নির্বাচনে ইভিএম দিয়ে ভোটগ্রহণের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা নয় বলে জানিয়েছে ইসি।
বছর জুড়েই ক্যালেন্ডারের পাতা ভর্তি থাকে নানা নির্বাচন নিয়ে। আইন অনুযায়ী এবার মেয়াদ শেষ এর পথে রাজশাহী, সিলেট, খুলনা এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়াদকাল। ২০১৩ সালের ১৫ জুন একদিনে অনুষ্ঠিত হয়েছিল এই চার সিটির নির্বাচন।
২০১৮ সালের শুরুতে চার সিটি নির্বাচন হলেও এ বছরের ডিসেম্বরে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনে ইসি প্রস্তুত। স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়েই সব রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশন।
অবশ্য ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে।