কালীগঞ্জে চোরের উপদ্রপে অতিষ্ঠ গ্রামবাসী
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুরে চোরের উপদ্রপে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী। চুরির পাশাপাশি ছিনতাই, মাদক ব্যবসা, জুয়া ও চোরাই পণ্য কেনা-বেচার সাথেও অনেকে জড়িত। চোর থেকে নিস্তার পেতে গ্রামবাসী অবশেষে থানায় গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ করেছে।
গ্রামবাসী জানায়, ফারুকের পুত্র আল আমিন দীর্ঘদিন যাবৎ এলাকায় চুরি, মাদক ব্যবসা ও জুয়ার আসর বসিয়ে উঠতি বয়সী যুবকদের বিপথগামী করছে। এছাড়াও সে অন্য এলাকা থেকে চোরদের এনে গ্রামের বিভিন্ন বাড়ীতে চুরির ঘটনা ঘটাচ্ছে। গ্রামবাসী তাকে প্রতিরোধের চেষ্টা করলে সে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ী ঘরে হামলা, ভাংচুর এবং বিভিন্ন ভাবে ভয় ভীতি প্রদান করছে।
গত ৫ জুন রাতে গোবিন্দ চন্দ্র দাসের ৪ মণ ধান ও ৮৩৫০ টাকা চুরি হয়। পরদিন এলাকাবাসীর সহযোগীতায় তিনি গ্রামের অহিদুলের বাড়ী থেকে ৩ বস্তা ধান উদ্ধার করেন। এসময় অহিদুল জানায় আল আমিন তার ছেলের নিকট ধানগুলো বিক্রি করেছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে আল আমিন গোবিন্দ’র বাড়ীতে গিয়ে তার পরিবারকে ভিটে মাটি থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেয়।
গ্রামবাসী আরো জানায়, আল আমিন কিছুদিন পূর্বে আমজাদের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বাীকার করলে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। গ্রামের মৎস্য ব্যবসায়ী মোশারফের খামার থেকে প্রায় ৭০ হাজার টাকার মাছ চুরি হয়। পরে তিনি পাহারা বসিয়ে পুনরায় মাছ চুরি করা অবস্থায় আল আমিনকে আটক করে। আল আমিন প্রতিবেশী সাকিবের একটি মোবাইল ফোনও চুরি করে অন্যত্র বিক্রি করে দেয়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত শনিবার প্রায় দুই শতাধিক গ্রামবাসী তাদের গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ কালীগঞ্জ থানায় জমা দেয়।
৭নং ওয়ার্ডের মেম্বার শেখ মোঃ সোহেল জানায়, চুরির ঘটনায় গ্রামবাসী একত্রিত হয়ে আমার কাছে বিচার দাবি করে। আমি গ্রামবাসীকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ জানান, গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।