রাজশাহী জোন কর্তৃক আয়োজিত পিকেএসএফ-এর ‘কর্মসহায়ক তহবিল’ এর আওতায় কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র রাজশাহী জোন কর্তৃক আয়োজিত পিকেএসএফ-এর ‘কর্মসহায়ক তহবিল’ এর আওতায় কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে নগরীর পদ্মা আবাসিক এলাকায় পদক্ষেপ রাজশাহীর জোনাল অফিস এ অনুষ্ঠানে জোনের জোনাল ম্যানেজার ফজলুল করিম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার, রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন। আরো উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র রাজশাহী জোনের জোনাল ম্যানেজার ফজলুল করিম তালুকদার, পদক্ষেপ প্রধান কার্যালয়ের কর্মকর্তা সাজেদুর রহমান, এরিয়া ম্যনেজার নিহার রঞ্জন ঘোষ, আব্দুল অলিম, নূর মহাম্মাদ তালুকদার, জালাল উদ্দিন প্রমূখ। এসময় বৃত্তি প্রদান কৃত ছাত্র ছাত্রীদের অভিভাবক ও এলাকার গন্যম্যান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠান পরিচালনা করেন এ্যডমিন অফিসার সাইদুর রহমান। এসময় ১২ জন দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে ১২ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ ৪৪ হাজার টাকার চেক প্রদান করা হয়।