পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩৬
বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ১৩৬ জনে। শুধু রাঙ্গামাটিতেই চার সেনা কর্মকর্তাসহ নিহত হয়েছেন ১০০ জন। এছাড়া, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িতে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। রাঙ্গামাটিতে আজ আবারও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তবে, জেলাটির সাথে এখনও বন্ধ রয়েছে, সারা দেশের সড়ক যোগাযোগ। নিখোঁজ রয়েছে অন্তত ৩০ জন। এ পর্যন্ত আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে চার হাজার মানুষকে। পাহাড় ধসে হতাহতের ঘটনায় আজ রাঙ্গামাটি যাবে, ত্রাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ দল।