নবীগঞ্জের বিভিন্ন কলেজে একাদশ প্রথম বর্ষে ভর্তি নিশ্চয়ন ফি আদায়ে অনিয়মের অভিযোগ
ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি Channel 4TV : নবীগঞ্জ উপজেলার বিভিন্ন কলেজে একাদশ প্রথম বর্ষে ভর্তি নিশ্চয়ন ফি আদায়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষাথী অভিযোগ করে বলেন, শিক্ষাবোর্ডের নির্ধারিত ফি ১৮৫ টাকা।ডাচ বাংলা ব্যাংকিং (রকেটের মাধ্যমে) ভ্যাট সহ ১৮৯ টাকা খরচ হয়। কিন্তু কলেজের ভর্তি ইচ্ছুক প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২২০ টাকা আদায় করা হচ্ছে। জানা যায় নবীগঞ্জ কলেজে একাদশ শ্রেণীর ভর্তির মোট আসন সংখ্যা ৯৫০ টি। এ পযর্ন্ত যারা ফি জমা দিয়েছেন সাবার কাছ থেকে ১৮৯ টাকার বদলে ২২০ টাকা আদায় করা হয়েছে। তার মানে প্রত্যেক শিক্ষর্থীর কাছ থেকে অতিরিক্ত ৩১ টাকা আদায় করা হয়েছে। এ ব্যাপারে কলেজের ভর্তি কমিটির আহব্বায়ক, খালেকুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি, প্রত্যেকের কাছ থেকে ২২০ আদায় করার বিষয়টি স্বীকার করেন, তবে ১৮৯ টাকার জায়গায় কেন ২২০ টাকা রাখা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐ টাকা কলেজ কর্তৃপক্ষ নিচ্ছে না। তাহলে ঐ টাকা কে নিচ্ছে ?? যারা কাজ করছেন তারা কী কলেজের কর্মচারি না.? কর্মচারী ব্যাতীত কারও কী কলেজে কাজ করার এখতিয়ার আছে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এছাড়াও নবীগঞ্জের আরোও বেশ কয়েকটি কলেজের বিরুদ্ধে অতিরিক্তি ফি আদায় এর অভিযোগ পাওয়া গেছে ।