চলতি রমজান ও আসন্ন ঈদে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই: আইজিপি
চলতি রমজান ও আসন্ন ঈদে হলি আর্টিজন বা শোলাকিয়ার মতো কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি একেএম শহীদুল হক। বনানীতে নিখোঁজ ৩ যুবককে খুঁজে বের করতে গোয়েন্দারা মাঠে আছে বলেও জানিয়েছেন তিনি।
জঙ্গিদের আর মাথাচাড়া দেয়ার আশঙ্কা নেই, গোয়েন্দারা এমন দাবি করলেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রাজারবাগ পুলিশ লাইন জামে মসজিদে পুলিশের ধর্মীয় প্রতিযোগিতার পুরস্কার প্রদান শেষে এসব নিয়ে কথা বলেন পুলিশ প্রধান।
গত রমজানের শেষ দিকে গুলশানের হলি আর্টিজনে রক্তাক্ত হামলা চালায় জঙ্গিরা। এর ক’ দিনের মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে হামলা। এক বছর পর নতুন করে হামলার আশঙ্কা দূর করতে কাজ করা গোয়েন্দারা এরই মধ্যে এক মসজিদের তারাবির ইমামমসহ ৯ জঙ্গিকে আটক করেছেন।
৪ দিন আগে এক ফ্যাশন ডিজাইনারসহ বনানীতে নিখোঁজ ৩ যুবক কোনো জঙ্গি তৎপরতায় জড়িয়েছে কি না, সে ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি আইজপি।
পূর্বাচলে উদ্ধার করা অস্ত্র কারা কোথা থেকে কী উদ্দেশ্যে এনেছিলো, তদন্ত শেষ হওয়ার আগে মন্তব্য করতে চাননি পুলিশ প্রধান।