এটিএম বুথ থেকে মিলছে খাবার পানি
রাজধানীতে খাবার পানির তীব্র সংকট রয়েছে বেশ কিছু এলাকায়। আর সাপ্লাইয়ের পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকা নতুন কিছু নয়। বিত্তবানেরা বোতলজাত পানি কিনে পান করলেও নিম্ন আয়ের মানুষের পানি নিয়ে দুর্ভোগের শেষ নেই।
এই সমস্যা সমাধানে সোহেল এন্ড ব্রাদার্স ও ঢাকা ওয়াসা একযোগে একটি পরীক্ষামূলক কার্যক্রম গ্রহণ করেছে। তারা ফকিরাপুলে বসিয়েছে এটিএম বুথ। না, কার্ড দিয়ে এই বুথ থেকে টাকা নয়, মিলছে খাবার পানি। তাই তারা এর নাম দিয়েছে পানির এটিএম বুথ। সেখানে গ্রাহকরা কার্ড দিয়ে নিজের প্রয়োজন মত পানি সংগ্রহ করছে।