ইরান ও চীনের যৌথ সামরিক মহড়া
পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে এবং ওমান সাগরে সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিয়েছে ইরান ও চীনের কয়েকটি যুদ্ধজাহাজ। রবিবার দেশ দুটির যৌথ এ মহড়া অনুষ্ঠিত হবে।
ইরানের প্রথম নৌ ঘাঁটির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আমির হোসেইন আজাদ এক সংবাদ সম্মেলনে যৌথ এ সামরিক মহড়া চালানোর কথা সংবাদমাধ্যমকে জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত চীনের ১৫০তম বহরের কমান্ডার শেন হাও জানান, হরমুজ প্রণালীর পূর্বে এবং ভারত মহাসাগরের উত্তরে এ মহড়া অনুষ্ঠিত হবে।
দু দেশের মধ্যে শুধুমাত্র নৌ অভিজ্ঞতা বিনিময়ের জন্যই এ মহড়ার আয়োজন করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইরান ও চীন।
রিয়ার অ্যাডমিরাল আমির হোসেইন আজাদ জানান, হরমুজ প্রণালী এবং ওমান সাগরে জলদস্যুদের উৎপাত মোকাবেলা, উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহযোগিতা, বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা প্রদান এবং দুই দেশের মাঝে গুরুত্বপূর্ণ তথ্য বিনিময় হবে এই যৌথ মহড়ার গুরুত্বপূর্ণ দিক।
এছাড়া এই মহড়ার মাধ্যমে ইরান ও চীনের মাঝে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে বলে মন্তব্য করেন চীনা কমান্ডার শেন হাও। তিনি বলেন, মহড়া নিয়ে আমাদের পূর্ণ একটি পরিকল্পনা রয়েছে। আশা করছি, এই মহড়া আমাদের মাঝে আস্থা জোরদারে ভূমিকা রাখবে।