চট্টগ্রামে বাজারদর চড়া , বিপাকে সাধারন ক্রেতা
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম) Channel 4TV : বৃষ্টির কারণে দিন দিন চড়া হচ্ছে সবজির বাজার। বিক্রেতারা বলছেন, বৃষ্টি অব্যাহত থাকলে দাম আরও বাড়তে পারে। কিছু সবজির দাম স্থিতিশীল থাকলেও বেড়ে গেছে অনেকটা। গত কয়েকদিন ধরে সারাদেশে টানা বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে সবজি সরবরাহ। যার প্রভাব পড়েছে পাইকারী কাঁচাবাজারে। এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা করে।
বৃহত্তম রিয়াজউদ্দিন পাইকারী বাজারের সবজি ব্যবসায়ী হারুনুর রশীদ জানান, দেশের বিভিন্ন জায়গায় অতিবৃষ্টি হয়েছে। এ কারণে সবজির সরবরাহ কমে যাচ্ছে দিন দিন। এছাড়া অনেক জায়গায় সবজি পচে যাচ্ছে। এ কারণে সবজির দাম বাড়ছে।
একই কথা বললেন ব্যবসায়ী নূর মোহাম্মদ হোসেন। তিনি বলেন, এমনিতে রমজান মাস তার উপর এত বৃষ্টি দাম তো বাড়বেই। শুক্রবার চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার ও খুচরা কাঁচাবাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
তবে একথা মানতে রাজি নন ক্রেতারা। তারা বলছেন, বৃষ্টির অজুহাতে সবজির দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। সোহেল নামে এক ক্রেতা বলেন, সব দোকান-গুদামে সবজিতে ভরা। বৃষ্টি হলে তারা ইচ্ছে করে দাম বাড়িয়ে দেই। এতে কষ্টে পড়ে যায় সাধারণ ক্রেতারা।
খুচরা বাজারে দেখা গেছে, ৫০ টাকায় বিক্রি হওয়া বেগুন এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ঢেড়শ গত সপ্তাহে ৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা গত সপ্তাহে পাওয়া গেছে ৪০ টাকায়। টমেটো ৬০ টাকা বিক্রি হলেও গত সপ্তাহে সেটা বিক্রি হয়েছে ৩০ টাকায়। গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ টাকা বেড়ে চিচিঙা এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। গত সপ্তাহে কাকরল ২০ টাকায় বিক্রি হলেও এখন ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া পাবনা থেকে আসা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা গত সপ্তাহে ২৫ টাকায় বিক্রি হয়েছিল। নওগাঁ জেলা থেকে আসা ভালো মানের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা গত সপ্তাহে ৩০ টাকায় বিক্রি হয়েছিল।
এদিকে শাক-সবজির সাথে তাল মিলিয়ে বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহের তুলনায় কেজিতে ১৫ টাকা বেড়েছে । গত সপ্তাহে ব্রয়লার মুরগি কেজিতে ১৩৫ টাকা বিক্রি হলেও শুক্রবার সেটা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
তবে কিছুটা স্বস্তি বিরাজ করছে মাছের বাজারে। রুই ২২০ টাকায়, মৃগেল ১৪০ টাকায়, তেলাপিয়া ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে ।অন্যদিকে লইট্ট্রা মাছ ১০০ টাকা, সাগরের টাইগার চিংড়ি ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
মাংসের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামে। হাঁড়ছাড়া গরুর মাংস পাওয়া যাচ্ছে ৬৫০ টাকায় আর হাঁড়সহ ৫৫০ টাকায়।