কোস্ট গার্ড জাহাজ তানভীর কর্তৃক বঙ্গোপসাগর থেকে বার ১২ জেলে উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো Channel 4TV : চট্টগ্রাম বহিঃনোঙ্গরের সী-বীচ এলাকায় লাইটার জাহাজ এমভি পান্তর এর সাথে লাইটার জাহাজ সিটি-২২ এর কলিশন হয়। উক্ত দূর্ঘটনায় এমভি পান্তরের সামনের বাম পার্শে¦র ওয়াটার লেভেলের উপরে ফেঁটে যায় এবং পানি ঢুকতে থাকে এমতবস্থায় এমভি পান্তরকে সী-বীচ বরাবর কিনারে বীচ করা হয়। উক্ত ঘটনা ভিএইচএফ এ খবর পেয়ে অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ তানভীর হাই স্পিড বোট (মেটালশার্ক-২) কে ঘটনা স্থলে প্রেরণ করে এমভি পান্তর হতে ১২ জন ক্রুকে জীবিত উদ্ধার করে পরবর্তীতে উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা, খাবার, প্রদান করা হয় উদ্ধারকৃতরা হলেন মোঃ হাসিবুর রহমান (৩০), পিতা-মৃত রাইহান উদ্দিন শেখ, নড়াইল, মোঃ শাহিন, (২০), পিতা-তাজেম্বর খান, পিরোজপুর, মোঃ আলামিন খান, (২৫), পিতা-দেলোয়ার খান, বরিশাল, মোঃ সাদ্দাম, (২৮), পিতা-কাজি আরব আলি, গোপালগঞ্জ, মোঃ হাসান সিকদার, (২২), পিতা-সলেমান সিকদার, খুলনা, মোঃ সাইফুল, (২৮), পিতা-আজাদ আলী জমাদ্দার, গোপালগঞ্জ, মোঃ মনির, (৩২), পিতা-অঅবু হানিফ সিকদার, বরগুনা, মোঃ নজরুল ইসলাম, (৩৫), পিতা-গনি হাওলাদার, পিরোজপুর, মোঃ রাশেদ, (৩৪), পিতা-নূর ইসলাম, খুলনা, মোঃ মনিরুল ইসলাম, (২১), পিতা-রুস্তশ শেখ, খুলনা, মোঃ শহিদুল, (৩২), পিতা-ধলু তালাদা, পটুয়াখালী, মোঃ তহিদুল শেখ , (৪০), পিতা-নজরুল শেখ, নড়াইল