কাপাসিয়ার প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিলেন ’ সিমিন হোসেন রিমি এমপি
আসাদুল্লাহ মাসুম ঃ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নেতা সিমিন হোসেন রিমি এমপি’র হাতে হুইল চেয়ার পেয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের কবির হোসেনের প্রতিবন্ধী মেয়ে কবিতা (১৪) ও বাঘিয়া গ্রামের সোহাগ সিকদার (২০)। ১৮ জুন রবিবার সন্ধ্যায় উপজেলার ডাকবাংলোতে আনুষ্ঠানিক ভাবে এসব চেয়ার ও ঈদের জামা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ বদরুজ্জমান পারভেজ, বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন কেন্দ্রীয় নেতা ডেনটিস্ট মো. এমদাদুল হক, ডেনটিস্ট কাওসার আহমেদ, কাপাসিয়া উপজেলা ডায়াবেটিক সমিতির ডা. জুলকার নাইন ইবনে নোমান, ডেনটিস্ট মাহফুজুর রহমান, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া চিফ নুরুল আমীন সিকদার, ইউরো ফার্মার এরিয়া ম্যানেজার আলমগীর হোসেন, বেলাশী প্রগতি একাডেমির প্রধান শিক্ষক ও সাংবাদিক মন্জুরুল হক, সাংবাদিক আসাদুল্লাহ মাসুম প্রমুখ।
এমন পীড়িত মানুষের পাশে দাড়ানোর মতো মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় লোহাদী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আফরোজা সুলতানা কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ডা. এমদাদুল হক ও নূরুল আমীন সিকদার বলেন, প্রতিবন্ধী কবিতাকে আজ আনুষ্ঠানিক ভাবে হুইল চেয়ার ও জামা দেওয়া হয়েছে, আমরাও পাশে ছিলাম এতে কিছুটা হলেও সমাজের কাছ থেকে দায়মুক্ত হয়েছি। এ সমাজে বিত্তবানরা সুযোগ সুবিধা পায় কিন্তু এমন হতদরিদ্ররা ঘরের কোনে পড়ে থাকে কেউ খবর রাখেনা। তা না হলে এই প্রতিবন্ধী শিশু ১৪ বছরেও কেন চেয়ার পায়নি।