ঝামেলা এড়িয়ে অনলাইনেই এখন বাড়ি ফেরার টিকিট
ঈদের ছুটিতে বাড়ি তো যেতেই হবে। কিন্তু প্রতি বছরই প্রথমেই মাথায় যে দুশ্চিন্তা আসে তা হচ্ছে বাস বা ট্রেনের টিকিট। বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে সাপের মতো লম্বা লাইন দেখে আঁৎকে উঠতে হয়। শত শত মানুষের পর নিজের যখন টিকিট কেনার পালা আসে তখন দেখা যায় কাঙ্খিত বা সুবিধাজনক কোন সিট নেই। তবু এই সব ঝক্কি পেরিয়ে বাড়ি পৌঁছাতে পারাই যেন ঈদ। কিন্তু অনেকেই এখন অনলাইনে মাউসের কয়েকটি ক্লিকে ঘরে বসেই টিকিট কেনার মতো এমন দুঃসাধ্য একটি কাজ সেরে ফেলছেন।
জানা গেছে, গত বছরের তুলনায় এবার অনলাইনে টিকিট কেনার চল বেড়েছে। সারাদেশে বিভিন্ন রুটের বাস ও লঞ্চের টিকিট বিক্রি করে বেশ কয়েকটি সাইট। এর মধ্যে সহজ ডট কম, বাস বিডি ডট কম, টিকেট চাই ডট কম উল্লেখযোগ্য। ঈদের ১৫ দিন আগে থেকেই ঈদ উপলক্ষে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করছে এই প্রতিষ্ঠানগুলো।
সহজ ডট কমের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মির্জা মো. ইলিয়াস বলেন, গত বছরের তুলনায় এ বছর প্রায় দ্বিগুণ পরিমাণ টিকিট বিক্রি হয়েছে। অর্থ পরিশোধের প্রক্রিয়া সহজ হওয়ায় ক্রেতাদের আগ্রহ বেড়েছে। বর্তমানে ২২, ২৩ ও ২৪ জুনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। অন্যদিকে ফেরার টিকিটও ইতোমধ্যেই বিক্রি শুরু হয়েছে। বেশির ভাগ যাত্রী ২৮, ২৯ ও ৩০ জুনের টিকিট কাটছে।
যাত্রীরা বলছেন, অনলাইনে টিকিট কেনার ফলে একদিকে যেমন সময় বাঁচছে, অন্যদিকে লম্বা লাইন ধরার হয়রানি এড়িয়েই পাওয়া যাচ্ছে বাড়ি যাওয়ার সুযোগ।
তবে অনলাইনে বাস ও ট্রেনের টিকিট বিক্রির প্রবণতা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বলছে, ঈদ মৌসুম শেষ হলেই এই বিষয়ে স্পষ্ট ধারণা মিলবে।