পবিত্র ঈদ-উল -ফিতর এ সর্ব সাধারনের যাতায়াতের সুবিধার্থে বিমান বন্দর সড়কে নির্মিত ৩ টি ব্রিজ খুলে দিলেন : সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম ব্যুরো) Channel 4TV : সিটি গভর্নেন্স প্রজেক্টের অধীনে জাইকা’র অর্থায়নে চট্টগ্রাম নগরীর আরসিসি ব্রিজ এবং ৯ নং গুপ্ত খালের পাশে ২০ মিটার স্পেনের পিসি গার্ডার ব্রিজ প্রায় ১ কোটি ৮৪ লক্ষ ৯৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মার্চ ২০১৭ থেকে ২২ জুন ২০১৭ এর মধ্যে এসকল ব্রিজ এর নির্মাণকাজ শেষ করে আজ সকালে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সর্ব সাধারনের যাতায়াতের সুবিধার্থে যানবাহন ও পরিবহন চলাচলের জন্য উম্মুক্ত করে দিয়েছেন। উল্লেখিত ব্রিজ সমূহের এপ্রোচ ও অন্যান্য কাজ সমাপ্তির পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ব্রিজ সমূহ যান ও পরিবহন চলাচলের জন্য উম্মুক্ত করার সময় উপস্থিত নগরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ব্রিজ ৩টি নির্মিত হয়েছে। নগরীর অবকাঠামো উন্নয়ন ও জনস্বার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নতুন নতুন পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি আশা করেন আগামী ২ অর্থ বছরের মধ্যে নগরীর অলি গলি, রাজপথ উন্নয়ন করা সম্ভব হবে। এ ছাড়াও শতভাগ আলোকিত শহর ও পরিচ্ছন্ন নগরীর কার্যক্রমও এগিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দূর্যোগ, জলবায়ুর প্রভাব, অতিবৃষ্টি, টর্ণেডো, ঘুর্ণিঝড়, পাহাড় ধস সবকিছুকে সামনে রেখে নগরীর উন্নয়ন ও জনপ্রত্যাশা একে একে পুরন করা হবে। মেয়র আশা করেন সম্মানিত নগরবাসী তার সকল ভালোকাজে সহযোগী হবেন। এসময় ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, তত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়ব, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম সহকারী প্রকৌশলী আনোয়ার জাহান, উপ সহকারী প্রকৌশলী নুর সোলায়মান, রাজনৈতিক ব্যক্তিত্ব বেলাল আহমদ, মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা রায়হান ইউসুফ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।