পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিটি মেয়রের বাণী
এম. রফিকুল ইসলাম (চট্টগ্রাম ব্যুরো) Channel 4TV : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে চট্টগ্রামসহ দেশের আপামর জনগণের প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এক বাণীতে মেয়র বলেন, ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদকে ঘিরে গরীব, দুঃখী, ধনী, দরিদ্র সকল মানুষের মাঝে আনন্দের বার্তার আগমন ঘটে। এই দিনটি মানুষের মধ্যে সাম্য ও সম্প্রীতির বন্ধনে উজ্জ্বল হয়ে ওঠে। মানুষ তাদের সকল হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে মানবপ্রেমে জাগ্রত হয়। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি-শৃংখলা ও ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানের মাধ্যমে দেশের সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বলেন, মনের মলিনতা ও পঙ্কিলতা ধুয়ে-মুছে ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক। তিনি দেশ ও জাতির উন্নয়ন এবং সকলের অনাবিল সুখ-শান্তির জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার অশেষ রহমত কামনা করেন।