বেতন-বোনাস পরিশোধ ৯৮ শতাংশ গার্মেন্টসে :বিজিএমইএ
তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত সব কারখানার শ্রমিকদের মে মাসের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। এছাড়া ৯৮ শতাংশ কারখানা শ্রমিকদের চলতি মাসের বেতন পরিশোধ করেছে বলেও জানান তিনি। বাকি ২ শতাংশ কারখানাও শনিবারের মধ্যে জুন মাসের বেতন পরিশোধ করবে।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ঈদে বেতন-ভাতার এই চিত্র তুলে ধরেন। ঈদ উপলক্ষে দেশের তৈরি পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনের শুরুতে শনিবার ভোরে রংপুরের পীরগঞ্জে সিমেন্টবাহী ট্রাক উল্টে ১৭ জন পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিজিএমইএ সভাপতি শোক প্রকাশ করেন। তিনি বলেন, ঈদে মানুষের বাড়ি ফেরার সময় অনাকাঙ্খিত দূর্ঘটনা এড়াতে বিভিন্ন রুটে চলাচলকারী বাস, ট্রেন ও লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রীবহন না করে তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
সিদ্দিকুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সব তৈরি পোশাক কারখানা শ্রমিকদের বেতন, উৎসব বোনাস ও জুন মাসের বেতন পরিশোধ কার্যক্রম তদারকি করেছে বিজিএমইএ। ইতোমধ্যে শতভাগ কারখানার সব শ্রমিকদের মে মাসের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হয়েছে।
তিনি আরও বলেন, ৯৮ শতাংশ কারখানার শ্রমিকদের জুন মাসের অগ্রিম বেতনও পরিশোধ করা হয়েছে। বাকি ২ শতাংশ কারখানার শ্রমিকদের জুন মাসের বেতন শনিবারের মধ্যে পরিশোধ করা হবে।
বিজিএমইএ সভাপতি জানান, সরকারের নির্দেশনা মোতাবেক গতকাল পর্যন্ত ৮৫ শতাংশ কারখানার শ্রমিক ঈদের ছুটি পেয়েছে। বাকি ১৫ শতাংশ কারখানার শ্রমিক আজকের মধ্যে ছুটি পাবে।
ইউরোপে পণ্য পরিবহন নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, জাহাজে পণ্য পরিবহন ও খালাসে ৬ থেকে ৭ দিনের পরিবর্তে ১৫ থেকে ২০ দিন সময় লেগে যাচ্ছে। তাই নির্ধারিত সময়ে বিদেশে স্যাম্পল পাঠানো যাচ্ছে না। ৎ
এই কারণে উদ্যোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।