কখন কোথায় ঈদের জামাত
পবিত্র রমজান মাস শেষ হয়ে এসেছে। সারা দেশে চলছে ঈদুল ফিতরের প্রস্তুতি। এবারের ঈদে রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। দেশের প্রধান ঈদের জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে আটটায় এ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা।
আবহাওয়া যদি প্রতিকূলে থাকে, তবে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে সরে যেতে পারে। সে ক্ষেত্রে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
বায়তুল মোকাররমে সব মিলিয়ে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাতটায় হবে প্রথম জামাত। এরপর সকাল আটটায়, নয়টায়, ১০টায় এবং বেলা পৌনে ১১টায় হবে বায়তুল মোকাররমের শেষ ঈদের জামাত।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হবে ঈদের দুটি জামাত। সকাল আটটায় হবে প্রথমটি। আর দ্বিতীয়টি হবে সকাল নয়টায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল আটটায় ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে। বনানী কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রধান গেটের পাশের মাঠে সকাল আটটায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া শহীদুল্লাহ্ হলের লনেও একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ধানমন্ডির ঈদগাহ মসজিদে ঈদের একটি জামাত হবে সকাল আটটায়। ফার্মগেটের দেওয়ানবাগ শরিফের বাবে রহমতে হবে ঈদের তিনটি জামাত। এর প্রথমটি সকাল আটটায়। দ্বিতীয়টি নয়টায় এবং শেষটি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। কাওরান বাজার আম্বর শাহ মসজিদে ঈদের জামাত হবে সকাল আটটায়।
পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঠে ঈদের জামাত হবে সকাল নয়টায়। কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের দুটি জামাত। একটি অনুষ্ঠিত হবে সকাল আটটায়। অপরটি সকাল নয়টায়।
মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এর প্রথমটি হবে সকাল সাড়ে সাতটায়, পরেরটি আটটায় এবং শেষটি সকাল সোয় নয়টায় অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। বেশির ভাগ এলাকাতেই সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতিটি ঈদগাহে এবং মসজিদে ঈদের জামাতের সময়সূচি চাঁদ দেখার পর থেকেই ঘোষণা করে দেয়া হবে