রিজভী বলছেন শেখ হাসিনার পদত্যাগ জরুরি,
দেশের সাধারণ মানুষের শান্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন, নাগরিক স্বাধীনতা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ জরুরি বলে বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে রিজভী বলেন, 'মিথ্যার বেসাতি ও ক্ষমতার দম্ভ পরিহার করে প্রধানমন্ত্রীকে পদত্যাগের নেয়ার আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। দেশের বৃহত্তর স্বার্থে আজ থেকেই অবসর গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।'
তিনি বলেন, 'শেখ হাসিনা অধিনে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারবেন না। আর যদি আওয়ামী লীগ নেতারা মনে করেন শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে, তাহলে বলতে হয় তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনাকে কখনোই দেশের জনগণ বিশ্বাস করে না। হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।'
রিজভী বলেন, 'এবারের ঈদ শোক ও কান্নাকাটির উৎসবে পরিণত হয়েছে। পাহাড়ধস, সড়ক দুর্ঘটনা বিভিন্ন কারণে দেশের মানুষের মন খারাপ। তারপরও প্রধানমন্ত্রী মিথ্যা দাবি করছেন, শান্তিপূর্ণভাবে ঈদ অনুষ্ঠিত হয়েছে। ঘরমুখো মানুষের যাতায়াতে সরকার উদাসীনতা ও অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে। যানজটে নাকাল হয়ে বাড়ি ফিরেছে মানুষ।'
তিনি বলেন, 'খাদ্যপণ্যের অস্বাভাবিক দামবৃদ্ধির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। ঢাকাসহ সারাদেশে চালের দাম অত্যাধিক বেড়েছে। দুর্ভিক্ষের আগ্রাসন ধেয়ে আসছে দেশে। দেশের জনগণের টাকা দিয়ে শান্তিতে আছে কেবল ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এ দেশের মানুষের মন আজ দু:খ ভারাক্রান্ত। তারা দেশের শান্তি চায়, নির্বাচন চায়, নির্বাচিত সরকার চায়।'