ভোগান্তিতে নগরবাসী অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ,
রক্ষণাবেক্ষণকাজে বিবিয়ানা গ্যাসক্ষেত্র বন্ধ থাকায় রাজধানী-সহ দেশের অধিকাংশ ফিলিং স্টেশনও বন্ধ আছে। ফলে গাড়িতে গ্যাস নিতে না পেরে দুর্ভোগে পড়েছেন অনেকে।
ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকবে আজ রাত ১২টা পর্যন্ত। সাময়িক বন্ধের কারণে পরিবহণ খাতে তেমন কোনও সঙ্কট হবে না বলে জানিয়েছেন, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিবিয়ানা গ্যাসক্ষেত্রে রক্ষণাবেক্ষণ কাজের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সেবা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে বুধবার রাত ১২টা পর্যন্ত। ঈদের আগে এই ঘোষণা দিলেও তেমন একটা নজরে আসেনি সাধারণ মানুষের। আর তাতেই ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। তবে এই দুর্ভোগ চরম আকার ধারণ করে সিএনজি চালিত থ্রি হুইলারের যাত্রীদের জন্য। ফলে রাজধানী ঢাকাসহ দেশের ৬০ শতাংশেরও বেশি ফিলিং স্টেশনেই এই দূর্ভোগের চিত্র দেখা যায়। একই দৃশ্যের দেখা মেলে বাণিজ্য নগরী চট্টগ্রামেও। গ্যাস সংকটের কারনে সেখানর মানুষের নিয়মিত জীবনও বাধাগ্রস্থ হয়ে পরে।
বিষয়টি নিয়ে সচিবালয়ে এক ব্রিফিং-এ জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, পরিবহণ খাতে তেমন কোনও সঙ্কট হবে না গ্যাসের সাময়িক বন্ধের কারণে। এখন ঈদের আমেজ বিরাজ করায় রাজধানীতে জানবাহনের চাপ অনেক কম। তাই ভোগান্তির মাত্রাটা সহনিয় বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।