বিএনপির আন্দোলনের ধরন সময়ের সাথে পরিবর্তন হতে পারে
সময়ের সাথে পরিবর্তন হতে পারে বিএনপির আন্দোলনের রূপ। তবে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে, এই আন্দোলন শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকবে কি না, তা নিয়ে সন্দিহান দলটির নেতারা। বলছেন, সরকার তার অবস্থানে অনড় থাকলে, জনগণই আন্দোলনের চেহারা বদলে দিতে পারে।
সহায়ক সরকারের দাবি আদায়ে ঈদের আগে আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। তবে সংবিধান অনুযায়ী নির্বাচন অয়োজনে অনড় অবস্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে কী করে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সহায়ক সরকারের দাবি আদায় করে নেবে বিএনপি, এ নিয়ে খোদ দলটির নেতাকর্মীদের মাঝেই রয়েছে প্রশ্ন?
আন্দোলনের ধরন, কেমন হবে কর্মসূচি, এসব নিয়ে ধোঁয়াশায় নেতাকর্মীরা। দলটির শীর্ষ নেতাদের মতে, শান্তি পূর্ণ আন্দেলনের মাঝেই আছেন তারা। সভা, সেমিনার, সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান পরিকস্কার করাসহ চলমান সব কর্মসূচিকেই আন্দোলনের অংশ মনে করেন তারা।
দলটির অন্য নেতাদের মতে, সময়ই বলে দেবে কী রূপ পাবে আন্দোলন। সরকার অনড় থাকলে অধিকার ফিরে পেতে জনগণ কোন পথে হাটবে তার সিদ্ধান্ত তখন নেবে বিএনপি। সংকট সমাধানে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে বলেও প্রত্যাশা বিএনপি নেতাদের।