বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেউ কেড়ে নিতে পারবে না
মাঠের পারফরম্যান্স সামান্য খারাপ হলেই টেবিলের নিচের দিকের দলগুলোর সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা হয়। টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার শঙ্কা-সমালোচনার সামনে ঠেলে দেয়া হয়। আইসিসির সাম্প্রতিক পরিবর্তিত ক্রিকেট কাঠামোর কারণেই আর তেমন কিছু হওয়ার সুযোগ নেই বলে জানালেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বলেছেন, এখন আর টেস্ট স্ট্যাটাস কেড়ে নিতে পারবে না ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
লন্ডনে আইসিসির সভা শেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি। রোববার দুপুরে ধানমন্ডির বেক্সিমকোতে ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানেই আইসিসি পরিবর্তিত কাঠামো ও দেশের ক্রিকেট নিয়ে এসব কথা বলেছেন নাজমুল হাসান।
আইসিসির গঠনতন্ত্র নিয়ে নাজমুল হাসান বললেন, ‘পূর্ণ সদস্য দেশগুলোকে আর নিচে নামানো যাবে না, এবারের গঠনতন্ত্রে সেটি লিখিতভাবে দেওয়া হয়েছে। যদি এমনও হয়, একটা বোর্ড দেউলিয়া হয়ে গেছে, সেটা ওই বোর্ডের ব্যাপার। আইসিসি থেকে কোন দলকে নিচে নামানোর সুযোগ নেই, এটা এখন পরিষ্কার।’
আপাতত ১০টি দেশের অবনমন ঘটাতে পারবে না আইসিসি। টেস্ট স্ট্যাটাস পাওয়া নতুন দুই দেশ আয়ারল্যান্ড ও আফগানিস্তান নির্দিষ্ট একটি সময় পর এই নিয়মের আওতায় আসবে। তখন ১২টি দেশ স্থায়ীভাবে টেস্ট স্ট্যাটাস ধরে রাখতে পারবে বলে জানান বিসিবি বস।
‘আইসিসির পূর্ণ সদস্য ১০টি দেশ এখন স্থায়ী সদস্য। দুটি দেশ নতুন এসেছে। ওদের জন্য কিছু আইন-কানুন আছে। যেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যবেক্ষণে থাকবে। সেটা পার হয়ে গেলে ওদেরকেও আর নিচে নামানো যাবে না।’