শ্রীপুরে বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুতপৃষ্ট হয়ে গুরুতর আহত ২
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি Channel 4TV :
বিদ্যুতের বন্ধ লাইনে কাজ করার সময় পল্লী বিদ্যৃুত কর্তৃপক্ষের অবহেলায় লাইন চালু করায় বিদ্যুতপৃষ্ট হয়ে বিদ্যুত বিভাগের ২ কর্মচারী গুরুতর আহত হয়েছে।
শনিবার বিকেল চারটায় ঢাকা-ময়মনসিংহ সহাসড়কের এম সি বাজার সুফিয়া কটন মিলের সামনে ৩৩ কেভি লাইনে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে।এসময় স্থানীয় লোকজন আহত দুই শ্রমিককে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনামুল হক(৩৫) ও আশরাফুল ইসলাম(২৮)। তারা উভয়েই পল্লী বিদ্যুতের সাব-ঠিকাদার গাজীপুরের শৈলাট গ্রামের সাইফুল ইসলামের কর্মচারী।
এ ঘটনার প্রথম থেকেই পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ লুকোচুরি শুরু করে,তারা মাওনা জোনাল অফিসে প্রধান ফটক বন্ধ করে মুঠোফোন বন্ধ করে দেয়।
আল-হেরা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক হুমায়ুন কবির রাজিব বলেন,বিকেলের দিকে গুরুতর আহত দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসলে উভয়েই মূমূর্ষ থাকায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। এদের মধ্যে এনামুল নামের একজনের শরীরের ৭৫ ভাগ অন্য শ্রমিকের ৩৫ ভাগ পুড়ে গেছে।
স্থানীয় মাসুদ রানা নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি ঘটনাস্থলের পাশেই সকাল হতেই তার দোকানে কাজ করছিলেন হঠাৎ বিকট শব্দ হলে তিনি দেখেন কাজ করা অবস্থায় একজন শমিক মাটিতে পরে যায় অন্যজন বিদ্যুতের তারে ঝুলে থাকেন,এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয় অনেক লোকজন ্এসে জড়ো হয়।দীর্ঘক্ষন পল্লী বিদ্যুত অফিসের অভিযোগের নাম্বারে ফোন করলেও কেউ ধরেননি,পরে অফিসে লোক পাঠিয়ে সংবাদ দিলে তারা লাইন বন্ধ করেন। এ লোকটি প্রায় এক ঘন্টা ঝুলে থাকার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে পাঠায়।
ময়মনসিংহ পল্লী বিদ্যুত অফিসের মহাব্যবস্থাপক জহিরুল ইসলাম বলেন, বিদ্যুত লাইন ঠিকাদারের কাজের জন্য সকাল হতে বন্ধ রাখা হয়েছিল । হয়ত জেনারেটরের লাইনে তারা বিদ্যুতপৃষ্ট হতে পারে।