মঙ্গলবার শুরু হচ্ছেও প্রথম আন্তঃকলেজ নারী বেসবল প্রতিযোগিতা
ওয়ালটন প্রথম আন্তঃকলেজ নারী বেসবল প্রতিযোগিতা-২০১৭ আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
রাজধানীর ৮টি কলেজ, দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিবে এ প্রতিযোগিতায়।
তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার সবগুলো খেলা হবে ধানমন্ডি নারী ক্রীড়া কমপ্লেক্সে।
এই উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এসময় বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন। আগামী ১৩ জুলাই শেষ হবে এ টুর্নামেন্ট।
ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বেসবলের সঙ্গে আমাদের পথচলা নতুন নয়। এর আগেও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ও অন্যান্য প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।
এবার প্রথমবারের মতো আন্তঃকলেজ নারী বেসবল প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত হয়েছি। এই প্রতিযোগিতার মাধ্যমে ভালো কিছু খেলোয়াড় উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।