ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রায় দেড় লাখ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন
এবার সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ১ লাখ ৫৫ হাজার ৫৭৭জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এরমধ্যে নারী শিক্ষার্থী ১৬ হাজার ৩০৩ জন এবং পুরুষ ১ লাখ ৩৯ হাজার ২৭৪জন।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে এর উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এরজন্য যোগ্য প্রশিক্ষকেরও দরকার রয়েছে আর শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এই খাতে অনলাইনে ভর্তির ব্যবস্থা করায় স্বচ্ছতা নিশ্চিত হয়েছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী বলেন, এবার ১১৪টি প্রতিষ্ঠানের দেড় লাখেরও বেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন।