বনানীতে ধর্ষণ: পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলায় শাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ জুলাই দিন ঠিক করেছে। অভিযোগ গঠনের মধ্যদিয়ে আলোচিত এ ধর্ষণ মামলার বিচারকাজ শুরু হয়েছে।
বৃহস্পতির ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম এ অভিযোগ গঠন করেন।
বেলা পৌনে ১১টার দিকে আসামিদের আদালত এজলাসে আনা হয়। এ মামলার পাঁচ আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেছেন।
এর আগে আসামিপক্ষে আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করলে তা খারিজ করে দেয় আদালত
গত ৯ জুলাই রাজধানীর বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়।
ওই দিন আসামিপক্ষের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাত দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সফিউল আজম ১৩ জুলাই দিন ঠিক করে।
গত ৬ মে আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান 'ই-মেকার্স' এর কর্মকর্তা নাঈম আশরাফ, ঢাকার পিকাসো রেস্তারাঁর অন্যতম মালিক রেগনাম গ্রুপের এমডি মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ এবং সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী মামলা করা হয়।
বনানীর রেইনট্রি হোটেলে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ এনে বনানী থানায় মামলাটি করেন এক ছাত্রী। এরপর সাফাত ও তার বন্ধু সাদমানকে সিলেট থেকে গ্রেপ্তার করে পুলিশ। নাঈম আশরাফকে মুন্সিগঞ্জ থেকে এবং রহমত লী ও বিল্লাল হোসেন ঢাকায় গ্রেপ্তার করা হয়।
গাড়িচালক বিল্লাল ছাড়া বাকি চার আসামিই নিজেদের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
গত ৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি। মামলায় বাদীপক্ষে ৪৭ জনকে সাক্ষী করা হয়েছে।