ওয়াশিংটন-দোহা চুক্তি যথেষ্ট নয়: সৌদি জোট
সন্ত্রাসবাদে অর্থায়নের বিরুদ্ধে লড়তে ওয়াশিংটন-দোহা চুক্তি যথেষ্ট নয় মন্তব্য করে কাতারকে বয়কটের অবস্থানে অটল থাকার কথা জানিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন চার আরব দেশ।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছে তারা।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের দোহা সফরে যে চুক্তি হয়েছে তা যথেষ্ট নয়।
আগের কয়েকটি চুক্তির কথা উল্লেখ করে দেশগুলো জানিয়েছে, কাতার সরকারের ওপর আস্থা রাখা যায় না।
এদিকে, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের মন্ত্রীদের বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
সৌদি আরবের বাদশাহ সালমান এবং পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইরের সঙ্গেও বৈঠক করেন টিলারসন।
পরে বৃহস্পতিবার কাতারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করতে আবারো দোহায় ফিরছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।