চিকুনগুনিয়ার জন্য সিটি কর্পোরেশন দায়ী নয়: আনিসুল হক
এডিস মশার মাধ্যমে ছড়িয়ে পড়া চিকুনগুনিয়া মহামারির আকার ধারণ করায় নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র অানিসুল হক। তবে এর বিস্তারের জন্য সিটি কর্পোরেশন দায়ী নয় বলে দাবি করেছেন তিনি।
মেয়র বলেন, এডিস মশার মাধ্যমে ছড়িয়ে পড়া চিকুনগুনিয়া এখন নগরবাসীর অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা। রাজধানীর প্রতিটি এলাকার মানুষই চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন। তাই উত্তর সিটি কর্পোারেশনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা চিকুনগুনিয়ার এ অবস্থাকে মহামারীর সাথে তুলনা করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় চিকুনগুনিয়ার বিস্তারের জন্য সিটি কর্পোরেশনগুলোর ব্যর্থতাকে দায়ী করলেও এ অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক। তার দাবি, নাগরিক অসচেতনতাই চিকুনগুনিয়া বিস্তারের অন্যতম কারণ।
তিনি বলেন, বাসা বাড়িতে সিটি কর্পোরেশনের ফগারম্যানদের প্রবেশের সুযোগ না থাকাও এডিস মশা বিস্তারের কারণ।
তাই এই রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশনের সাথে নগরবাসীকেও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, এখনও পর্যন্ত বাংলাদেশে ল্যাবরেটরির নিশ্চিত করা চিকুনগুনিয়া রোগী ৬শ ৪৯ বলা হলেও বাস্তবে তা অনেক বেশি।