যুগ যুগ ধরে ভালবাসার জন্য দুনিয়াজুড়ে নানা ঘটনা ও অঘটনের জম্ম হয়েছে
আব্দুস সাত্তার, সাভার Channel 4TV: আজ সারাদিন আমি অনেক কেঁদেছি। কেন? পরিবারে কোন সদস্য, কেউ মারা গেছে বা অন্য কোন কিছু? না সব ঠিক আছে, সবাই ভালো আছে, সব বিষয় ঠিক আছে। তাহলে? উত্তর নেই আবারও কান্না। দুচোখ বেয়ে অবিরাম চোখের পানি। কিছুতেই যেন থামছে না।বৃথা চেষ্টা।ফলে আরও অপেক্ষা। দীর্ঘ সময় পর, তুমি কী দেবদাস সিনেমা দেখছো। না। তাহলে বুঝবে কী করে। আমরা কয়েকজন মিলে সিনেমাটা দেখেছি। সবাই কেঁদেছি। খাওয়া দাওয়ায় মন নেই। কাজ কর্ম ভালো লাগে না।কথাগুলো স্ত্রী তার স্বামী বললো।ভালবাসার সিনেমা দেখা এই অবস্থা। আর বাস্তবে ভালবাসার জন্য, কেউ বা প্রমান দিতে যুগ যুগ ধরে ভালবাসার জন্য দুনিয়াজুড়ে নানা ঘটনা ও অঘটনের জম্ম হয়েছে। কেউ কেঁদেছে, কেউ হাঁসতে হাঁসতে জীবন দিয়েছে, কেউবা নিয়েছে।কত নগরী, রাজ্য, ক্ষমতাধর হারিয়ে গেছে অবুঝ এই ভালবাসার জন্য। কুখ্যাত ব্যক্তি থেকে সরল মানুষ বদলে গেছে এই ভালবাসার ছোঁয়ায়। পৃথিবীতে ভালবাসার জন্য বহমান এই রীতি চলমান রয়েছে ও থাকবে। আধুনিকতায় যেই পরিবর্তন আসুক না কেন? ভংয়কর সুন্দর এই রীতি যেন অটল গতিতে চলমান রয়েছে।
ভালবাসার তেমনি একটি নির্দশন তৈরি হয়েছে সাভারের আশুলিয়ায় শিমুলীয়া গ্রামে। স্বামী ভালবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের হাতের আঙ্গুল কেঁটে ধরিয়ে দিয়েছেন স্ত্রীর হাতে। তবুও মন গলাতে পারেনি। সব উপেক্ষা করে ছেড়ে গেছেন স্বামীকে। হতভাগ্য স্বামী সন্তানকে নিয়ে দিক বেদিক অজানার পথে হেঁটে চলেছেন।
আশুলিয়ায় শ্রীপুরে অহেদ আরী ও আমেনা আক্তার লাকী ১০ বছর আগে একে অপরকে ভালবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরিবহন চালক স্বামী সাধ্য অনুযায়ী ভালবাসা আর সম্মান দিয়ে আমেনার আক্তার লাকীকে আগলে রাখার চেষ্টা করেন। শেষ পযন্ত আমেনা আক্তার লাকীর প্রশ্ন কতটা ভালবাসা? এমন প্রশ্নের প্রমান দিতে শত শত মানুষ আর শিমুলীয়া ইউপি চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলামের সামনে ধারালো অস্ত্র দিয়ে নিজের আঙ্গুল কেঁটে স্ত্রীর হাতে দিলেন । তবু ও সব উপেক্ষা করে ছেড়ে গেলেন অহেদ আলীকে।