মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর বেতকা চৌরাস্তায় প্রতিবাদ সভামুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর বেতকা চৌরাস্তায় প্রতিবাদ সভা
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:টঙ্গীবাড়ী উপজেলার ৩শত বছরের পুরানো আদাবাড়ি-বাইনখাড়া বাজার রক্ষার্ত্রে এলাকাবাসী এবং বেতকা ইউপি চেয়ারম্যান আলম শিকদার বাচ্চু এর বিরুদ্ধে মিথ্যা ও প্রতারনমূলক মানববন্ধন কর্মসূচীর বিপক্ষে পৃথক ২ স্থানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় টঙ্গীবাড়ী উপজেলার বেতকা চৌরাস্তা সংগ্লগ্ন বালু মাঠে বেতক ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে মিথ্যা ও প্রতারণমূলক মানববন্ধন এর বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন ওই ইউনিয়নের লোকজন। প্রতিবাদ সভায় প্রায় ৫ শত লোক অংশগ্রহন করেন। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তারিক আল হাসান লিউ, ইউপি চেয়ারম্যান আলম শিকদার বাচ্চু, শফিকুর রহমান সোবহান, আক্তার হোসেন মোল্লা, বেতকা ইউপি সদস্য মজিবুর রহমান সেখ, হাসেম সেখ, মহিউদ্দিন খান, জাকির হোসেন, রোজিনা আক্তার চুমকি, হাবিবুর রহমান হবি প্রমুখ।এ সময় বক্তরা বলেন, বৃহস্পতিবার সকালে বেতকা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান শওকত আলি খান মুক্তার নির্বাচনে হেরে বর্তমান চেয়ারম্যানকেভূমিদশ্যূ বলে মিথ্যা অপবাদ দিয়ে ওই এলকার কিছু ভূমিহীনকে ভূল বুঝিয়ে প্রতারণামূলকভাবে টঙ্গীবাড়ীতে একটি মিথ্যা মানববন্ধণ কর্মসূচীর আয়োজন করে আমরা তার এই ধরণের কর্মসূচীর তিব্র প্রতিবাদ জানাই। এর আগে শুক্রবার বিকাল ৪টায় টঙ্গীবাড়ী উপজেলার আদাবাড়ী-বাইনখাড়া বাজারে ওই বাজারের দোকানদার মালিকসহ এলাকার লোকজন বাজারটির অবৈধ দখলের পায়তারার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় প্রতিবাদকারীরা জানান,এই বাজারটি ৩শত বছর পুরাতন একটি বাজার এবং এই বাজারের সম্পত্তিগুলো সরকারী খাস জমি। আমরা সরকারের কাছ হতে লিজ নিয়ে উক্ত স্থানে ব্যাবসা করে আসছি। কিন্তু সম্প্রতি আদাবাড়ী গ্রামের শামসূল আলম পাঠান বিপু, জামাল পাঠান, ইদ্রিস পাঠান, জাকির পাঠান, কামাল পাঠান, শাহজাহান পাঠান গংরা ওই জমি নিজেদের দাবী জাল দলিল সৃষ্টি করে অবৈধ দখলের পায়তারা করছে।