যুক্তরাষ্ট্র: আফগানিস্তানের আইএস প্রধান নিহত
ইসলামিক স্টেটের (আইএস) প্রধান খলিফা আবু বকর আল-বাগদাদির নিহত হবার খবরের এখনো কূলকিনারায় পৌঁছা সম্ভব হয়নি। তার মধ্যেই আফগানিস্তানের আইএস প্রধানের নিহত হবার ঘোষণা দিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)।
গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেওয়া বিবৃতিতে পেন্টাগনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আফগানিস্তানের আইএস প্রধান আবু সায়িদ নিহত হয়েছেন।
বিবৃতিতে জানানো হয়েছে গত মঙ্গলবার আফগানিস্তানের কুনার প্রদেশে এক হামলায় আবু সায়িদ নিহত হয়েছেন আরও বলা হয়েছে, ওই হামলায় নিহত হয়েছেন আরো বেশ কয়েকজন জঙ্গি।
বিষয়টিকে ‘একটি বিজয়’ বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেন, ‘এই সকল গোষ্ঠীর একজন নেতাকে হত্যা করা গেলে তারা দুর্বল হয়ে পড়ে। তাদের দুর্বল করতে পারাটা আমাদের জন্য একটি বিজয়।’
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে সায়িদসহ আফগানিস্তানে মোট তিনজন আইএস প্রধানের মৃত্যু হলো।
এদিকে, ইসলামিক স্টেটের (আইএস) প্রধান খলিফা আবু বকর আল-বাগদাদির নিহত হবার দাবি করে আসছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে এই দাবি সত্য নয় বলে ধারণা যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, বাগদাদিকে এখনো জীবতই মনে করছেন তারা।