প্রধানমন্ত্রী: আমরা জনগণের কাছে দায়বদ্ধ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসএফের (স্পেশাল সিকিউরিটি ফোর্স) ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকির আয়োজনে দেয়া বক্তব্যে বলেন, ‘আমাকে নিরাপত্তা দিতে গিয়ে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিবেন না। বিচ্ছিন্ন হয়ে সেবা করা সম্ভব না। জনপ্রতিনিধি হিসেবে আমরা জনগণের কাছে দায়বদ্ধ।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, ‘ভিআইপিদের জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতে হবে। খেয়াল রাখতে হবে যাতে জনগণের সঙ্গে ভিআইপিদের দূরত্ব তৈরি না হয়। জনগণের সঙ্গে ভিআইপিএদের যাতে সম্পর্ক থাকে, সেটা নিশ্চিত করেই তাদেরকে নিরাপত্তা দিতে হবে।’
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘জনগণই সব ক্ষমতার উৎস।’ প্রধানমন্ত্রী তার বক্তব্যে এসএসএফকে আরো দায়িত্বশীল, সৎ ও মানবিক গুণাবলির ধারক হওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি এসএসএফকে জনগণের কল্যাণে কাজ করার নির্দেশ দেন।
এসএসএফের প্রতিষ্ঠা বার্ষিকের আয়োজনে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মো. শফিকুল রহমান।