ইসির রোডম্যাপে সংকট সমাধান হবে না: ফখরুল
নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে আলোচনা না করে নির্বাচন কমিশনের-ইসির এ রোডম্যাপে সংকট সমাধান হবে না বলে জানিয়েছেন বিএনপি মহানচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববারা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি।
দলের মহাসচিব বলেন, সহায়ক সরকারের বিষয়টি সুরাহা হওয়ার আগে ইসির কর্মপরিকল্পনা ঘোষণা অর্থহীন।
দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই; আর তা নিশ্চিত করতে সরকার উদাসীন বলেও অভিযোগ তার।
নির্বাচন কমিশন কর্মপরিকল্পনা ঘোষণার পর এ বিষয়ে দলের প্রতিক্রিয়া দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রোডম্যাপ ঘোষণার আগে সহায়ক সরকারের বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার ছিল সিইসির।
দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
এ আগে ব্রিফিং-এ বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশনও নিজেদের নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হয়েছে। এছাড়া, দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করলেও পর্যাপ্ত সরকারি ত্রাণ পৌঁছাচ্ছে না বলে মন্তব্য করেন রিজভী