তেঁতুলিয়া কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা গ্রুপের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় শুরু হয়েছে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা বিষয়ক কমিউনিটি গ্রুপের চার দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ। সোমবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহযোগিতায় প্রদত্ত এ প্রশিক্ষণে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া।
অনুষ্ঠানে গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌছে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এ খাতে বর্তমান সরকারের অর্জিত সাফল্য তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, জাতীয় পার্টির সভাপতি মোখলেছুর রহমান, উপজেলা জাসদের সভাপতি জাহিদুল ইসলামসহ প্রশিক্ষণ কোর্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র রায়।
উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস জানান, কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা প্রদানকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোইভাডার (সিএইচসিপি) ও স্বাস্থ্য সহকারীদেরকে উদ্বুদ্ধ করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় মান সম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।