২০২৫ সালের মধ্যে শিশুশ্রম বন্ধ করবে সরকার
২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম এবং ২০২৫ সালের মধ্যে সব ধরণের শিশুশ্রম বন্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। শুধু জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নয়, দেশের সামগ্রিক উন্নয়নের জন্যই শিশুশ্রম বন্ধ করা দরকার। সোমবার ডেইলি স্টার মিলনায়তনে শিশু অধিকার ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
শিশু আইন ও শ্রম আইনে শিশুর সংজ্ঞাগত পার্থক্য আছে। সেই সঙ্গে শিশুদের হালকা কাজ এর কোন ব্যাখ্যা নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই শ্রম আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করা হবে। আইন সংশোধনের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি কাজ করছে এবং ৩১ জুলাই এর মধ্যে তাদের সুপারিশমালা প্রণয়ণের কাজ শেষ হবে। দেশের শিশুশ্রম কমাতে ধাপে ধাপে নানা কার্যক্রমের চিত্র তুলে ধরেন প্রতিমন্ত্রী।